কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের স্ত্রী ফারাহানা আলম চৌধুরীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের উপশহরস্থ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা অভিযুক্ত ও ভিকটিম দুজনকেই থানায় নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরের শাহজালাল উপশহরের ই-ব্লকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসায় গৃহকর্মী রুনা আক্তারকে প্রায় নির্যাতন করা হতো। আজ দুপুরে তার শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে বাথরুমে আটকে রাখা হয় রুনা অভিযোগ করে।
স্থানীয়রা জানিয়েছেন, রুনা আক্তারের চিৎকার ও কান্নার শব্দ শুনে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে শাহপরাণ থানার একদল পুলিশ এমরান হোসেনের বাসায় গিয়ে রুনা আক্তারকে উদ্ধার করে। পরে অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ও রুনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।