1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করায় ‘উবার ও ওভাই’কে আইনি নোটিশ

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

কোভিড-১৯ মহামারিতে জারি করা লকডাউনের সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় রাইড শেয়ারিং সার্ভিস ‘উবার’ এবং ‘ওভাই’য়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর কাছে। সম্প্রতি সুপ্রিমকোর্টের এক আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফাইজুল্লাহ (ফয়েজ) বিআরটিএকে এ নোটিশ পাঠান।

নোটিসে বলা হয়েছে, উক্ত রাইড শেয়ারিং কোম্পানি দু’টি লকডাউনের সময় ইচ্ছাকৃতভাবে বিআরটিএর নির্দেশনা অমান্য করে গত ৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন করেছে। যা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

নোটিশে জানানো হয়, রাইড শেয়ারিং কোম্পানি ‘উবার’ নোটিশদাতাকে গত ৭ এপ্রিল পুশ নোটিফিকেশন এবং গত ১৫ এপ্রিল সরাসরি মেসেজ পাঠানোর মাধ্যমে তাদের কার্যক্রম চালুর কথা জানায়। একইভাবে, ‘ওভাই’ ও যাত্রীসেবা চালু করেছে, যা ১৪ এবং ২৫ এপ্রিলের দু’টি স্ক্রিনশট থেকে প্রমাণিত হয়।

নোটিশে বলা হয় যান-চলাচল নিয়ন্ত্রক সংস্থা, ‘উবার’ ও ‘ওভাই’র দেশের আইন লঙ্ঘনের এই তৎপরতা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যার ফলে কোভিড-১৯ মহামারির আরও অবনতি ঘটাতে পারে। উক্ত আইনি নোটিশ গ্রহণের পর থেকে তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে হাইকোর্টে পিটিশন দায়েরের কথাও জানান নোটিশদাতা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব