আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সময় পরিস্থিতি অনুকূল না থাকলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আবাসিক হলে থাকা ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দিয়েই আমরা বিশ্ববিদ্যালয় খুলতে চাই। তবে বিকল্প কোনো উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা, তা জানতে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
ডা. দীপু মনি বলেন, চলতি বছর ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাথীদের সপ্তাহে ৬ দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে সরাসরি ক্লাসে আনা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আগামী ১৩ জুন থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন আনা হবে।