1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

অনলাইনে অনুষ্ঠিত হল LTDEZ RAMADAN CONTEST-2021 এর গ্র্যান্ড ফিনালে ও ভার্চুয়াল ইফতার!

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৭ মে, ২০২১

অনুষ্ঠিত হল LTDEZ RAMADAN CONTEST-2021 এর -ইসলামী সংগীত, কোরান তিলাওয়াত ও আজান প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে ও ভার্চুয়াল ইফতার। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মী এ প্রতিযোগীতায় ধর্ম-বর্ণ, নারি-পুরুষ, ছোট-বড় সবশ্রেণীপেশার মানুষ অংশনেয়। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল বিজয়ীদের মধ্যে পুরস্কার ঘোষণা করেন।

মোহাম্মাদ আশরাফুল বলেন, এই কোভিড এর সময়ে ছোট-বড় সবাইকে নিয়ে প্রতিষ্ঠানটি যে কার্যক্রম পরিচালনা করলো তা এককথায় অসাধারন। সবথেকে বড় বিষয় ছিল সবধরনের মানুষই প্রতিযোগিতায় অংশগ্রন করতে পেরেছে।

ইসলামী সংগীত থেকে প্রথম ১৫ জন, কোরান থেকে প্রথম ১০ জন ও আজান থেকে প্রথম ৫ জন সর্বোমোট ৩০ জনকে ৭ হাজার টাকা করে, এবং অন্যান্য প্রতিযোগীদের ও ৮০%, ৭০& ৬০% ও ৫০% এর উপরে শিক্ষা বৃত্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি। যারা প্রতিযোগীতায় অনংশগ্রহন করেছে, তারাও ৫০% স্কলারশিপ পাবে।

প্রতিষ্ঠতা ও প্রাধান নির্বাহী শাহরিয়ার ইমন বলেন, এই করোনা কালিন সময়ে সব শ্রেনীপেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগীতা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেঃ আমরা এখানে ১০ টাকার উপরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের শিক্ষা বৃত্তি দিচ্ছি।
প্রতিষ্ঠানের চেয়ারপার্সন আরিফা বারী বলেন, আমরা সবসময়ই সাধারন মানুষের জন্য কিছু না কিছু করতে চাই, আর করনাকালিন এই সময়ে আমরা এই আয়োজন করে সবাইকে একত্রিত করতে পেরে ভিষন আনন্দিত।

অনুষ্ঠান শেষে সবাই ভার্চুয়াল ইফতারিতে অংশগ্রহন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দেশের সবচেয়ে বেশি সময়ের ইফতারীর সময় ধরে নিয়ে অনেকে কিছুটা দেরিতেও ইফতারি করে।

ভিডিও লিংক

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব