করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। বেগম জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। বুধবার রাতে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ম্যাডামকে ভর্তি করানোর পর হাসপাতালের চিকিৎসকসহ আমাদের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আরো কিছু নতুন ওষুধ যোগ করা হয়েছে। ওনার আরো কিছু পরীক্ষা করতে হবে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে এসব চেকআপ করা হচ্ছে। ম্যাডামের করোনার কোনো উপসর্গ নেই। উনার অবস্থা স্থী’তিশীল। উনি ভালো আছেন।
তিনি বলেন, আপনারা জানেন কিছু পরীক্ষা আছে যেগুলো করতে ২৪ ঘন্টা সময় নিতে হয়। কিছু কিছু পরীক্ষা আছে এগুলো করতে হলে দুই দিনের প্র¯‘তি লাগে। কারণ গত দেড় বছর ধরে আমরা হাসপাতালে নিয়ে ওনার যেসব পরীক্ষা করা দরকার সে পরীক্ষাগুলো করাতে পারিনি। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী, আমি এবং ডা. মামুনও রয়েছেন।
ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামের আগের রিপোর্টগুলো পর্যবেক্ষন করেছে। আরো কিছু পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করেছে। সে সুপারিশক্রমে ওনার রুটিন চেকআপ শুরু হয়েছে। বুধবার কিছু পরীক্ষা হয়েছে, আগামীকালও (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা হবে। পরীক্ষার রিপোর্ট দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। আমরা আশা করছি রিপোর্ট হাতে পাওয়ার পর ম্যাডামকে বাসায় নিয়ে যেতে পারবো। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন ডা. জাহিদ।