1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ইতালিতে কঠোর লকডাউনের পর ২৬ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি - Dainik Deshbani
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

ইতালিতে কঠোর লকডাউনের পর ২৬ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

দীর্ঘ লকডাউনে অর্থনৈতিক মন্দার কবলে উন্নয়নশীল দেশ ইতালি। কঠোর লকডাউনের ফলে জনসাধারণের চলাফেরা ব্যবসা প্রতিষ্ঠান সীমিত পরিসরে চলার পর আগামী ২৬ এপ্রিল থেকে সব কিছু খোলার প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেছে ইতালি সরকার।

করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে ব্যবসা বাণিজ্য সব খুলে দেওয়ার জন্য ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই ব্যাবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিবে। ঘোষণা আসার পরেও জরুরি অবস্থা বহাল থাকবে। পাশাপাশি নিয়ম মেনে প্রতিষ্ঠান চালাতে নির্দেশনা রয়েছে। রেস্টুরেন্টের ভিতরে বসে কেউ খেতে পারবে না। দূরত্ব বজায় রেখে চারজনের বেশি এক টেবিলে বসতে পারবে না। এগারোটা থেকে কারফিউ শুরু হবে। খুব শীঘ্রই নতুন ঘোষণা দেবে সরকার। নতুন নিয়ম কেমন হবে এ ঘোষণার প্রতিপক্ষায় ব্যবসায়ীসহ জনসাধারণ।

ইতালিতে পর্যটন ও রেস্টুরেন্ট ব্যবসায় অনেকটা ধস নেমে এসেছে। সম্প্রতি এ নিয়ে আন্দোলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এসব বিচার বিশ্লেষণ করে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিয়েছেন সরকার বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। দেশটিতে ১৯ এপ্রিল করোনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭২৮ জনকে। এর আগে গত ২৪ ঘন্টায় দুই লাখ ত্রিশ হাজার ১১৬ জন রেজিস্ট্রেশনের মধ্যে নতুন আক্রান্ত ছিল ১২ হাজার ৬৯৪ জন। মৃত্যুর সংখ্যা ২৫১ জন। এখনও আক্রান্ত ৮ হাজার ছাড়িয়ে যায়। গতকাল আট হাজার আট শত ৬৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ছিল ৩১৬ জন।

দেশটিতে অঞ্চল এবং স্বায়ত্তশাসিত প্রদেশগুলো চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে এরমধ্যে লাল, কমলা, হলুদ এবং সাদা। ঝুঁকিপূর্ণের মধ্যে লাল এলাকায় সর্ব সতর্কতা জারি করা হয়েছে। লাল অঞ্চলের মধ্যে রয়েছে পুলিয়া, সারদেনা এবং ভাললে আওস্তা। কমলা অঞ্চলে রয়েছে আবরুজ্জো, বাসিলিকাতা, ক্যালব্রিয়া, ক্যাম্পানিয়া, এমিলিয়া রোমানা, ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়া, লাজিও, লিগুরিয়া, লম্বার্ডিয়া মার্কে, মোলাইস, পিএ বলজানো, পিএ ট্রেন্টো, পিওমন্টে, সিসিলিয়া, টসকানা, উম্বরিয়া এবং ভেনেটো।

বর্তমান হলুদ ও সাদা অঞ্চলমুক্ত। ১ এপ্রিল ২০২১ ডিক্রি-আইন এর ৪৪ অধ্যাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ শ্রেণিবিন্যাস জারি করা হয়েছে। দেশটিতে করোনার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ আটাত্তর হাজার ৯৯৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা এক লাখ ১৭ হাজার ২৫৩। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ২৬২ জনেরও বেশি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব