নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অবিলম্বে গ্রেফতার করা দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে না আসতে হুমকি প্রদান করেন। তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ।
এতে আরও বলা হয়, আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যখন খুশি এলাকায় আসবেন। আমরা উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন তার সঙ্গে আছি এবং থাকবো। কোনো সন্ত্রাসী বা বিরোধী দলের মদদপুষ্ট ব্যক্তির হুমকিকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।
প্রসঙ্গত, শুক্রবার ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেন, যদি কোম্পানীগঞ্জে বিবদমান সমস্যার সমাধান না করেন, তাহলে আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ শেষ করে দিবে। এই কোম্পানীগঞ্জে আপনাকে আর আসতে দেওয়া হবে না। প্রয়োজনে আমি রক্ত দেব, দরকার হলে আমার পরিবারের রক্ত ঝরবে তবুও আপনাকে আর কখনো কোম্পানীগঞ্জ আসতে দেওয়া হবে না।