সৌদি আরব আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করেছে। সরকারি ও বেসরকারি—উভয় খাতের কর্মীরা এ ছুটি উপভোগ করবেন। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এতে অধিকাংশ সৌদি কর্মী দীর্ঘ বিরতি উপভোগ করার সুযোগ পাবেন।এ সোমবার থেকে ছুটি শুরু হয়ে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরের দুই দিন—শুক্র ও শনিবার ইতিমধ্যে সৌদি আরবে সপ্তাহান্তিক অবকাশ হিসেবে মনোনীত হওয়ায় দেশটির বাসিন্দারা মূলত মোট ছয় দিনের ছুটি উপভোগ করবেন।
গত ১১ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে। ঈদুল ফিতরের মাধ্যমে এ মাস শেষ হবে।
এবারের রমজান মাস ৩০ দিনের হলে ১০ এপ্রিল এবং ২৯ দিনের হলে ৯ এপ্রিল সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিশ্বব্যাপী ১৮০ কোটিরও বেশি মুসলমান রোজা রেখে রমজান মাস পার করে। এরপর বিশ্বব্যাপী মুসলমানরা আনন্দের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করে। এদিন পরিবার ও বন্ধুদের একত্র হওয়ার, উপহার বিনিময় করার, খাবার ভাগ করে নেওয়ার এবং রমজানে প্রাপ্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সময়।
ছুটির দিনটিতে মসজিদে বা খোলা জায়গায় জমায়েত হয়ে সবাই ঈদের নামাজ আদায় করে।