1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ, ৪ মাসেই বিদ্যালয় ভবনে ফাটল!

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পটুয়াখালীর মির্জাগঞ্জে আবু ইউসুফ আলী মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনের চার মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে বিদ্যালয় ভবনের কাজ করেছে এমন অভিযোগ একাধিক শিক্ষক-শিক্ষার্থীর ও অভিভাবকের। ফলে শ্রেণিকক্ষে গিয়ে আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, উপকূলীয় জনপদ সাগরকন্যা নামে খ্যাত পটুয়াখালীর মির্জাগঞ্জের ১ নম্বর মাধবখালী ইউনিয়নে ১৯৯৯ সালে আবু ইউসুফ আলী মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ বিদ্যালয়ে দ্বিতল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় ভবন নির্মাণে ২ কোটি ১৮ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরগুনার বেতাগীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান এন্টারপ্রাইজ’ এর স্বত্ত্বাধিকারী মো. খলিলুর রহমানকে নির্মাণ কাজের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এরপর ঠিকাদার খলিলুর রহমান এ কাজের দায়িত্ব দেন তাঁর সহযোগী মো. মামুনকে। তিনি এ বছরের জানুয়ারি মাসে ভবনের নির্মাণ কাজ শেষ করেন।

গত ২৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করেন। করোনার সংক্রমণের কারণে বিদ্যালয় ভবন বন্ধ থাকলেও গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে এ ভবনে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম চালানো হয়। ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, উদ্বোধনের কিছুদিন পর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃষ্টি হলেই ভবনে ছাদ থেকে চুইয়ে পানি পড়ে। সিঁড়ি ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। প্রধান শিক্ষকের কক্ষ, করিডোর ও দেয়ালের পলেস্তার খসে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের উদ্দিন গাজী বলেন, ‘বিদ্যালয়ে ফাটল দেখা দিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।’ প্রধান শিক্ষকের সাথে কথা বলার একপর্যায়ে বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক বলেন, সরকার দলীয় ঠিকাদার। তাই নাম সর্বস্ব কাজ করছে।

মো. খলিলুর রহমান বলেন, ‘আমার লাইসেন্স নিয়ে এক ব্যক্তি কাজ করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ ব্যাপারে আমার সাথে আলাপ করেছে। আমি এর বেশি কিছু জানি না।’ মো. মামুন বলেন, ‘বিদ্যালয়ের যেসব স্থানে ফাটল দেখা দিয়েছে সেসব স্থানে আমি দ্রুত মেরামতের ব্যবস্থা করবো।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনে যে ফাটল দেখা দিয়েছে, তাতে ভয়ের কিছু নেই। নির্মাণের সময় ভালো কিউরিং না হওয়ায় এ ধরনের ফাটল দেখা দিতে পারে। আমি সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করবো।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব