আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলমসহ (এস আলম) তার পরিবারের সদস্যদের নামে থাকা ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের নামে থাকা ৮৭ হিসাবে ২৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫১ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের ১৯টি হিসাবে ১২ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭৬৩ টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬৮টি হিসাবে ১৩ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকা রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এস আলমের সম্পদ জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ। এ সময় দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রেজা। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, জব্দকৃত স্থাবর সম্পত্তির মধ্যে গুলশানের ১০ তলা ভবন এস আলম টাওয়ার, ধানমন্ডিতে এক বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান-২ এর দশমিক ৭৮৮৮ একর জমি, উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৩ দশমিক ৩ কাঠা জমির প্লট এবং পৃথক ১ দশমিক ৭২০০ একর জমি, ৯৬ কাঠা জমি, ১ দশমিক ৯৫৩৬ একর জমি, ১১ দশমিক ১০৬১ বিঘা জমি ও ১৩১ দশমিক ৪ কাঠা জমি। এসব সম্পত্তির দলিলমূল্য ২০০ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করে দুদক। এসব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টগুলো এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম, ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ওসমান গনি, রাশেদুল আলম, শহিদুল আলম, এস আলমের ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম মাহির ও আসাদুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম এবং এস আলমের ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌসের নামে রয়েছে। এর আগে গত বছরের ৭ অক্টোবর এস আলমসহ তার পরিবারের ১১ সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
জিন্নার স্ত্রীর সম্পদ জব্দ: বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের নামে পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ৩০ লাখ ৯১ হাজার ৭০৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া মোহসীনার নামে বগুড়ার বিভিন্ন জায়গায় থাকা ২৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ দশমিক শূন্য চার শতাংশ জমি ও ১৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মিনি ট্রাক ক্রোক করার আদেশও দেওয়া হয়েছে। মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে অবরুদ্ধ ও জব্দের এ আবেদন করেন তদন্ত দুদকের উপপরিচালক সিফাত উদ্দিন। আদালত আবেদন মঞ্জুর করেন।
মন্ত্রীসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা: শেখ হাসিনা সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব, তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম জেনিক ও ছেলে আবরার তপন ইসলাম জেনিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
শাহাব উদ্দিন ও তার ছেলের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। অন্যদিকে জ্যাকব পরিবারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা। তবে জ্যাকব গত ১ অক্টোবর গ্রেপ্তার হয়ে রিমান্ড শেষে কারাগারে আছেন।