সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, দুই ব্যক্তি মিলে এক বৃদ্ধকে হাঁটতে সাহায্য করছেন। ‘কনসার্নড সিটিজেন’ নামের একটি এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘এই ভারতীয় ব্যক্তিকে একটা গুহাতে পাওয়া গেছে। তার বয়স নাকি ১৮৮ বছর। অবিশ্বাস্য।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্টের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রায় ২ কোটি ৯০ লাখ বারের বেশি ভিডিওটি দেখা হয়।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বিভ্রান্তিকর। এক্স-এ সে পোস্টের ব্যাপারে দেওয়া সতর্কবার্তায় ভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমসের একটি খবর উদ্ধৃত করে বলা হয়, বৃদ্ধের নাম সিয়ারাম বাবা। তার বয়স ১০৯ বছর এবং তিনি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বেশ জনপ্রিয় হিন্দু সাধু।
এক্স কর্তৃপক্ষ বলেছে, সামাজিক মাধ্যমে লাইক-শেয়ারের জন্য কিছু ইনফ্লুয়েন্সার মনগড়া তথ্য দিয়ে এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি