1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
১৮ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা।। - Dainik Deshbani
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবর
আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ

১৮ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা।।

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

১৮জানুযারি শুরু কলকাতা বইমেলা, থিম ‘গ্রেট ব্রিটেন’ বইমেলা যে এবার অন্যান্যবারের তুলনায় এগিয়ে আসবে, সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা হল ১৪ দিন ধরে চলবে বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে।

কলকাতা: বইপ্রেমী বাঙালির অপেক্ষার অবসান। ঘোষণা হল ২০২৪-এর আন্তর্জাতিক বইমেলার দিন। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর থিম কান্ট্রি হচ্ছে গ্রেট ব্রিটেন। মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফ থেকে বইমেলার দিন ঘোষণা করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থার সঙ্গে বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও এবার অংশগ্রহণ করছে বইমেলায়। থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও। প্রায় ১২ বছর পর এবার আসছে জার্মানি।

৪৭ তম আন্তর্জাতিক বই মেলার গেটসংগৃহীত ছবিঃ-  সমরেশ রায় ,
দৈনিক দেশবানী ,
কলকাতা

৪৭ তম আন্তর্জাতিক বই মেলার গেট
সংগৃহীত ছবিঃ- সমরেশ রায় ,
দৈনিক দেশবানী ,
কলকাতা

মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দের উপস্থিতিতে এদিন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। সেই কারণেই এবার বইমেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে।

এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সহযোগিতায় এবং পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের পরিচালনায় এবারে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা  বইপ্রেমী ও দর্শকদের আনন্দ আরো বাড়িয়ে তুলবে বলে মনে করেন।

এই বইমেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডাইরেক্টর আ্যলিসন ব্যারেট এমবিই। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন পদাধিকারী ও মন্ত্রী মহোদয়েরা।

এই আলোচনার মূল বিষয় ছিল ৪৭ তম আন্তর্জাতিক বই মেলা এবারে কি কি সুযোগ-সুবিধা রাখছে এবং কি কি অনুষ্ঠান এই কয়েকদিনে থাকছে তার বিবরণ। তবে গিলদের তরফ থেকে আশা করছেন এবারে আরও বেশি বইপ্রেমীদের সমাগম হবে।

এই বছর প্রায় এক হাজারের বেশি পাবলিশার্স অংশগ্রহণ করেছেন এবং প্রায় 10000 এর উপর নতুন বই এই বই মেলায় প্রকাশিত হবে।

এই বইমেলায় দর্শকদের জন্য সুযোগ সুবিধা রাখছেন ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রিল্ডের পক্ষ থেকে, এই বইমেলা কয়েকদিন যাতে সরকারি বাস একটু বেশি চলে। মেট্রো পরিষেবা একটু বেশি দেয়। এবং অটো রিক্সা ভাইদের কাছে দাবী জানিয়েছেন, যেন বেশি ভাড়া না নিতে।

এর সাথে সাথে সকল বইপ্রেমীদের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আসুন বই কিনুন আনন্দ করুন। আপনারাই আমাদের এগিয়ে চলার পথ দেখাবেন। যাহাতে পাবলিশার্সরা ও কবি সাহিত্যিকরা আরো বেশি করে বই লিখতে পারেন ও ছাপাতে পারেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব