মিছিলের এক পর্যায় প্রশাসন ব্যারিকেড করে বাধা সৃষ্টি করে। পরে মিছিলটি ওখানে দাঁড়িয়ে আন্দোলন করেন এই সময় নেতা কর্মীরা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবিগুলি মেনে নিক। তারা বলেন যদি বিহার সরকার সমস্ত দাবি মেনে সুযোগ-সুবিধা দেয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার পারবেনা কেন ?
তাহারা বলেন বিহার সরকারের মত, সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্থায়ীকরণ, শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ ১২ দফা দাবী মানতে হবে। আমরা এই নিয়ে বহুবার দাবি জানিয়েছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার কোন ভ্রুক্ষেপ করেননি।
আদি শিক্ষক ঐক্যের দাবি গুলোর মধ্যে ছিল..…..
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো দিতে হবে।৬৫ বছর শিক্ষকদের অবসরের সময় দিতে হবে। প্রতিমাসে এক তারিখে বেতন দিতে হবে ।
প্লেকার্ড হাতে নিয়ে আদি শিক্ষকদের মিছিল।
সংগৃহীত ছবি:- সমরেশ রায়,
দৈনিক দেশবানী,
কলকাতা
পৌরসভার ছাত্রছাত্রীদের যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে। অবিলম্বে শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। ও শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।
সরকার এই দাবিগুলো মেনে না নিলে, আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যাব। তাহারা জানান সরকার সমস্ত দপ্তরের বেতন বাড়িয়ে চলেছে। অথচ আমাদের কিছুই করছে না। সরকারের কাছে অনুরোধ করবো আমাদের আন্দোলন মেনে নেওয়ার জন্য।