১১ই নভেম্বর তাড়াশের ঐতিহাসিক নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠ চত্বরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো পলাশ-ডাঙ্গা যুব শিবিরের মুক্তিযােদ্ধাদের ঐতিহাসিক নওগাঁ শত্রু মুক্ত দিবস। সকাল বেলা থেকেই সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযােদ্ধাদের আনাগােনায় মুখরিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিফলকের বেদি প্রাঙ্গণে।
মুক্তিযােদ্ধাদের অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন ও মুক্তিযােদ্ধাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বিজয় র্যালী-র মাধ্যমে নওগাঁ বাজার প্রদক্ষিণ করে।মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আব্দুল আজিজ এমপি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহি অফিসার জনাব মেজবাউল করিম। তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান মনি ।
এছাড়াও পলাশডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধীনায়ক অ্যাডভোকেট বিমল কুমার দাস, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা সােরহাব আলী সরকার সর্বাধিনায়ক (যুদ্ধকালীন) পলাশডাঙ্গা যুব শিবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ ও তাড়াশ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সহযােগিতায় ছিলেন চলনবিল সাহিত্য-সংস্কৃতি একাডেমির সদস্যবৃন্দ, সততা সমাজ সেবা ক্লাবের সকল সদস্য বৃন্দ, রােদ্ধা শিক্ষামূলক ও সামাজিক সংগঠন, হ্যাভেন সোসাইটি ও স্বপ্নযাত্রা ফাউন্ডেশন সহ এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মধ্যাহ্নভােজ এবং সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।