কোভ্যাক্স ফ্যাজিলিটিসের আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার (২৫ জুন) এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সে হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেওয়ার কথা। গতকাল শুক্রবারই চিঠি দিয়ে জানিয়েছে তারা বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা দেবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আগামী সাত থেকে ১০ দিনের ভেতরে আমাদের ওই টিকাগুলো নিতে হবে। আর এজন্য যা যা করার সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং টিকা নেওয়ার জন্য কনসেন্ট লেটার পাঠাতে বলেছে। সেটাও পাঠিয়ে দিচ্ছি।’
এর আগে গত ৩১ মে কোভ্যাক্সের আওতায় ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা দেশে পৌঁছায়।
এদিকে, চীনের সঙ্গে চুক্তির টিকা কবে নাগাদ আসবে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আমরা আশা করছি কিছুদিনের মধ্যে টিকার একটি চালান আমাদের পাঠাবে। তবে তারা কতটুকু দেবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।