1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া - Dainik Deshbani
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে : জামায়াতের আমির রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত কোরিয়ায় বিমান বিধ্বস্ত,পাখির আঘাত বিষয়ে সতর্কতা জারি করেছিল নিয়ন্ত্রণ টাওয়ার সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া

Maharaj Hossain
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া

কী ঘটেছিল, সেদিন এবার খোলাসা করা যাক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল শ্যালক-দুলাভাইয়ের অন্য আমেজের ছবি–ভিডিও। পরিবারের এমন দুর্লভ মুহূর্ত কেন হাতছাড়া করতে যাবেন ফটোগ্রাফাররা? শ্যালক-দুলাভাইয়ের ঝগড়া উপভোগ করছেন তাঁদের ভক্ত অনুরাগীরা। ভাইরাল ভিডিওর নিচে মন্তব্যের ঝড় বইছে।

হয়ে গেল বলিউড কিংবদন্তি রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের পারিবারিক আয়োজন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে পারিবারিক আয়োজনে উপস্থিত ছিলেন কাপুর খানদানের সবাই। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সাইফ আলী খান ও রণবীর কাপুর। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই। মধুর সম্পর্কের শ্যালক-দুলাভাইয়ের মধ্যে হঠাৎ মনোমালিন্য আর ঝগড়া।

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রযোজক, পরিচালক, অভিনেতার ১০০তম বর্ষপূর্তিতে একজোট হয়েছিলেন পরিবারের সবাই। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, নায়িকার ছোট্ট কন্যা রাহাও ছিলেন অনুষ্ঠানে। নিমন্ত্রিত ছিলেন কারিনা কপুর, সাইফ আলী খানও।

১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া

ছবি ভিডিও থেকে

হাসিমুখে তাঁরা কথা বলছেন, হইচইও হচ্ছিল। রাজ কাপুরকে ঘিরে তাঁদের বক্তব্য জানতে উপস্থিত ছিলেন সাংবাদিকেরাও।

সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর আর সাইফকে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল রণবীরের ওপর অসন্তুষ্ট সাইফ।ঘটনাটি ঘটেছিল, সাইফ যখন অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করে কাপুর খানদান। ভিডিওতে দেখে মনে হচ্ছে, রণবীর সেই দিকেই বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে। এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ।

তবে নাছোড়বান্দা রণবীর। দুলাভাইকে সেখানে নিয়েই ছাড়বেন শ্যালক। রণবীরের টানাটানিতে একটা সময়ের পর স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, ঠিক আছে। এরপরেই আবার মেতে ওঠেন গল্পগুজবে। এই ঘটনা নিয়েই আপাতত জোর আলোচনা চলছে বলিউডে। যদিও অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পরিবার।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব