কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তার পাশে ব্রিজের নিচ থেকে ব্যাগে ফেলে রাখা অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের ১০ ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান গ্রামের আব্দুল গফুর মাস্টারের বাড়ির কাছে তাকে পাওয়া যায।
রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পেয়ে স্থানীয় হাসেন ওরফে ছেইসু মিয়া। পরে সেখানে বাজারের ব্যাগে পড়ে থাকা এক ফুটফুটে নবজাতককে দেখতে পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমানকে জানানো হলে কিছুক্ষণ পরেই তিনি ও হোসেনপুর থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়।
রাতে ওই নবজাতক হাসেন দম্পতির হেফাজতে রাখা হলে বুধবার সকালে অসুস্থতার খবর দেয়া হয় উপজেলা প্রশাসনকে। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক ওই নবজাতককে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে জানান।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) নুর ইসলাম জানান, বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।