1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন যে সুবিধা আসছে - Dainik Deshbani
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন যে সুবিধা আসছে

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তা–ই নয়, স্ট্যাটাস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন।

এবার স্ট্যাটাস অপশনে পছন্দের গান যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের জন্য ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের মিউজিক ক্যাটালগ থেকে নিজেদের পছন্দের গান নির্বাচন করে স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের সুবিধাটি বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.২.৫ এবং আইওএস ২৫.১.১০.৭৩ সংস্করণে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসকে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

সূত্র: গ্যাজেটস ৩৬০, টেকলুসিভ

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব