মাথায় টুপি, মুখে কালো মাস্ক, হাতে মোবাইল, আর লাল সোয়েটার পরে বসে আছেন হুইলচেয়ারে। সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। খবর : টাইমস অব ইন্ডিয়া।
সময়টি দুর্দান্ত যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় তারকার। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা ২-দ্য রুল’ সিনেমা। এরপরই বক্স অফিসে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। ২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।
তার মধ্যে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি। এর মাঝেই দুর্ঘটনার শিকার হন এই নায়িকা। জানা যায়, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে। আর এ সময়ই ক্যামেরাবন্দি হন এই নায়িকা।
এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর ‘ছাভা’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল। এ ছাড়া ‘থামা’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সালমানের বিপরীতে ‘সিকান্দার’ আসছে এ বছরের ঈদে।