করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটিস্ক্যান করানোর জন্য এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং ১০টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে চিকিৎসক দলের সদস্য ছাড়াও দলটির মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রয়েছেন।
দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা।
সোমবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।