নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় ঢাকা- বুড়িমারী মহাসড়ক বন্ধ করে মানব বন্ধন করেছে মিলন বাজার এলাকাবাসী।
বক্তাগন অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ গাড়ীর ও চালকের কাগজ না দেখে শুধু গাড়ির চালকদের কাছে টাকা নেয়।
পথ যেন না হয় মৃত্যুর,পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে ঢাকা বুড়িমারী মহাসড়কে এলাকা বাসীর আয়োজনে মহাসড়কের মাঝখানে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কমসুচী পালন করেছে এলাকাবাসী। এসময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে জানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,লিটন,জি এম শুভ,মান্নান হোসেন,মশিউর রহমান ও আমিরুল হক বাবু প্রমুখ। বক্তাগন অভিযোগ করে বলেন হাইওয়ে পুলিশ গাড়ীর ও চালকের কাগজ না দেখে শুধু গাড়ির চালকদের কাছে টাকা নেয়।
উল্লেখ্য বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিসের সামনে এক সড়ক দূঘটনায় চাচা ভাতিজার মৃত্যু হয় তারই প্রতিবাদে এ মানববন্ধন