কুমিল্লার হোমনা উপজেলায় প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোমবার বেলা ১১টার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার রাজনগর গ্রামের শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের দুলাল মিয়া ওরফে দুলাল (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ মাসুদ ইকবাল মজুমদার। অতিরিক্ত পিপি নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।
মামলার বিবরণে জানা যায়, ফয়সালের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়ার বোন মেহেদি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মানতে পারেননি শামীম। ২০২০ সালের ৫ জুন ফয়সালকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে শ্বাসরোধ, পরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।