হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় সৌদিগামী শতাধিক কর্মী আবুধাবি থেকে মঙ্গলবার দেশে ফেরত এসেছেন।
ব্রাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে এই তথ্য জানান।
তিনি বলেন, হঠাৎ করে বিমান বন্ধ করায় কোভিডের পর যে আবার বিদেশে কর্মী যাওয়া শুরু হয়েছিল সেটা আবার বাধাগ্রস্ত হবে।
ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তেহাদ বিমান যোগে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করেন তারা। কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ফ্লাইট বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের।
বাংলাদেশ বিমানবন্দরে ফেরত এসে অসহায় অবস্থায় অনেককে কান্নাকাটি করতে দেখা যায়। মাত্র একদিনের ব্যবধানে তারা দেশে ফেরত আসেন।
ফেরত আসাদের মধ্যে কুমিল্লার সাবিনা আক্তার ও তাসলিমা আক্তার জানান, তারা দুই বোনসহ মানিকগঞ্জের তিনজন নারী সৌদি আরব যাচ্ছিলেন। হুট করে এখন ফেরত আসায় কী করবেন বুঝতে পারছেন না। পরে তাদের ব্র্যাকে থাকার ব্যবস্থা করা হয়। তারা বর্তমানে ব্র্যাকের সেইফ হোমে আছেন।