1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
সৌদিতে ঈদের জামায়াতের সময় ঘোষণা - Dainik Deshbani
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই

সৌদিতে ঈদের জামায়াতের সময় ঘোষণা

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিকবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে। যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত, সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে দেশব্যাপী সব মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নামাজের আগে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঈদের নামাজের দিন বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, সৌদি আরবে নামাজের সময়সূচি উম্ম আল কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মসজিদ ও ঈদগাহে ইমামদের জামাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই পদক্ষেপে মুসল্লিদের জন্য ঈদের নামাজকে সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব