1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেওয়া হবে: যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

ইরানি কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল সোলেইমানিকে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ইরান যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে পাল্টা জবাব দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের (সেন্টকম) প্রধান জেনারেল ম্যাকেনজি এ কথা জানান।

ম্যাকেনজি বলেন, আমরা নিজেদের এবং ওই অঞ্চলে আমাদের বন্ধু ও অংশীদারের রক্ষায় প্রস্তুত আছি। যদি দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। গোপন স্থান থেকে টেলিফোনে তিনি সাংবাদিকদের বলেন, আমার মূল্যায়ন হচ্ছে আমরা খুব ভালো অবস্থানে আছি এবং ইরানি অথবা অন্য কেউ কোনো ধরণের ব্যবস্থা নিতে গেলে তার জন্য আমরা প্রস্তুত থাকবো।

তিনি সম্প্রতি বাগদাদ সফর করেছেন। সেখানে অ্যান্টি-জিহাদি জোটের প্রধান, মার্কিন জেনারেল পল ক্যালভার্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এছাড়া ইরাকি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ দুটি দেশে পৃথকভাবে সেনা সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে সেনা সংখ্যা কমালেও ইরানের কোনো রকম হামলা প্রতিহত করতে ইরাকে পেন্টাগন বেশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে রোববার বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে কেউ আহত হননি।

সূত্র: এনডিটিভি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব