নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবারের খেলায় পিরোজপুর পাইরেটস অব মেঘনা জয়লাভ করেছে।
সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের খেলাটি সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলায় সোনারগাঁও পৌরসভা গ্লাডিয়েটরস ও পিরোজপুর পাইরেটস অব মেঘনা প্রতিদ্বন্দ্বিতা করে। ১৬ ওভারের খেলায় ৪৫ রানে সোনারগাঁও পৌরসভা গ্লাডিয়েটরস দলকে পিরোজপুর পাইরেটস অব মেঘনা পরাজিত করে।
খেলায় সোনারগাঁও পৌরসভা গ্লাডিয়েটরস দলে জাতীয় দলের ক্রিকেটার ইলিয়াস সানি ও সাবেক ক্রিকেটার আশরাফুলসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এ ছাড়া পিরোজপুর পাইরেটস দলে জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভ ও রনি তালুকদারসহ বিভিন্ন খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ী দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, এমপিপত্নী মিসেস ডালিয়া লিয়াকত, পিরোজপুর পাইরেটস মেঘনা দলের টিম লিডার ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো. কবির আহমেদ প্রমুখ।