কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক পর্যটকের মত্যু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি দল কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চারজন মিলে সৈকতে গোসল করতে নামেন।
এ সময় বাবুল উচ্ছসিত হয়ে লাফ দেন এবং মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।