আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহমেদকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানাপুলিশ।
বুধবার ওই আসামিকে দেখতে যান হিরো আলম। এর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ওই হুমকিদাতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি আসামিকে দেখেছি। সে আমাকে বারবার বলছিল— আমি তার বড়ভাইয়ের নামে ভিডিওতে এটা-ওটা বলেছি। এ কারণেই সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বড়ভাই বলতে এই হুমকিদাতা কাকে বোঝাচ্ছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
এর পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ‘আমি আরও বলতে চাই— আমাকে সেদিন মারধরের সঙ্গে জড়িত যাদের গ্রেফতার করেছেন, তাদের কী কয়েক দিন পর ছেড়ে দেবেন নাকি বিচার করবেন? আমি চাই এই বাংলার মাটিতে তাদের বিচার হোক। তবেই আইনের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।’
এর আগে মঙ্গলবার বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানাপুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে। হিরো আলমকে আবু আহমদ হত্যার হুমকি দিয়েছিলেন।