1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা - Dainik Deshbani
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে : জামায়াতের আমির

সুখবর, সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

Rajib Ahmed
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে।

তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায়। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয়।

সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাঁধা হিসেবেই দেখা হত। ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। বাংলাদেশী অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি সরকার। ফলে এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে। দেশটি জানায়, এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন। এরমধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’।

পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স। ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেনো সেদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব