চট্টগ্রাম মহানগরীর লাভ লেন এলাকায় নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালী থানাধীন আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক সালাউদ্দিন ও শুক্কুর।
পুলিশ জানায়, দুপুরে নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই সালাউদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়। আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শুক্কুর নামে অপর শ্রমিক মারা যান।