সিলেট হাই-টেক পার্কে বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড তাদের ফ্যাক্টরির শুভ উদ্বোধন করেছে। উদ্বোধনী প্রোডাক্ট লাইন আপ এর মধ্যে রয়েছে র্যাংগস ব্র্যান্ডের ছয়টি সাইজের ১৫ টি কালারের রেফ্রিজারেটর। এছাড়াও উৎপাদিত হচ্ছে কেলভিনেটর সাইড বাই সাইড রেফ্রিজারেটরের তিনটি সাইজের পাঁচটি কালারসহ আরো নতুন তিনটি সাইজ।একই সাথে উৎপাদিত হবে র্যাংগস,কেলভিনেটর এবং দাইয়ু ব্রান্ডের ইনভার্টার ও নন ইনভার্টার এসি।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ডিলারবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।