1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

সিরাজদিখানে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু!

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আগামী ২৩ ডিসেম্বর মুন্সীগঞ্জের সিরাজদিখান ও লৌহজং উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের বিত্তবান ও আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান পদ প্রত্যাশীরা স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মর্মে একাধিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিত্তবান ও দলীয় প্রভাবশালী প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে উচ্চ পর্যায়ের নেতাদের স্বরণাপন্ন হয়েছে। তবে আওয়ামী লীগের ত্যাগী প্রার্থীরা দলীয় মনোনয়ন নিয়ে সঙ্কায় রয়েছেন।এদিকে আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করতে উপজেলার ১৪ টি ইউনিয়নের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা গ্রহন সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে ১৪ টি ইউনিয়নের প্রায় ৭০ জন চেয়ারম্যান পদ পদপ্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন চুরান্ত করতে যাচাই বাছাইয়ে কাজও ইতোমধ্যে শুরু করা হয়েছে। অন্যদিকে উপজেলার ১৪ টি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশগ্রহণ করবেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে ১৪টি ইউনিয়নে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করার কথা জানিয়েছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব