সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর কালাচানমোড়ে বাসচাপায় অন্তঃসত্ত্বা মা এবং তার দুই সন্তান নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জে আসার পথে একটি দ্রুতগামী বাস সিরাজগঞ্জ শহরের কালাচান মোড়ে পেছন থেকে যাত্রীবাহী একটি রিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিকশার যাত্রী স্থানীয় মিরপুর মন্ডল পাড়া মহল্লার মাসুদুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী রুনি খাতুন, তার ১৪ বছর বয়সী ছেলে আদি মারা যায়। দুর্ঘটনায় সাত বছর বয়সী মেয়েসহ রিকশাচালক আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মেয়ে শোয়েবা খাতুন মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি জব্দ করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, অন্তঃস্বত্ত্বা স্কুলশিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক-বাসের মাঝখানে পড়ে যায়। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মেয়ে শোয়েবাও মারা যায়।
তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।