1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ৩১ লেখকের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন ৩১ জন লেখক, কবি ও সাহিত্যিক। আজ শনিবার এক বিবৃতিতে সহিংসতার ঘটনার নিন্দা জানান তাঁরা।

বিবৃতিতে বলা হয়, কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটার পর প্রশাসন আরও সতর্ক হলে হাজীগঞ্জসহ অন্যত্র এর পুনরাবৃত্তি ঘটত না। কুমিল্লার ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এ ঘটনা সাজিয়ে থাকতে পারে। তারা সহিংসতার ক্ষেত্র তৈরি করেছে। কিছু মানুষ ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে।

কুমিল্লার ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, জনগণ সচেতন হলে কোনোভাবেই এটি হতো না। জনগণকে সচেতন করা, তাদের মননকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার দায় রাষ্ট্রের।

এই লেখক, কবি ও সাহিত্যিকেরা বলেন, সাম্প্রদায়িকতা একটি জাতীয় সমস্যা। এটি নিরসনে ধারাবাহিক জাতীয় সংলাপ আয়োজন করা যেতে পারে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে, আলোচনা করে সাম্প্রদায়িক সহিংসতার মূল চিহ্নিত করা যেতে পারে।

বিবৃতিটি দিয়েছেন ইমতিয়ার শামীম, শাহনাজ মুন্নী, আহমাদ মোস্তফা কামাল, কবির হুমায়ূন, শামীম রেজা, আলফ্রেড খোকন, টোকন ঠাকুর, রাজীব নূর, পিয়াস মজিদ প্রমুখ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব