কেকে কেটে জন্মদিন পালন করা হলো বিএনপি নেতা ইঞ্জনিয়ার ইশরাক হোসেনের। আজ সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এর আয়োজন করা হয়। সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যেগে আয়োজিত এ অনুষ্ঠানে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের কর্মকর্তাসহ গোপীবাগ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক।
এদিকে, বিকেলে ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে কেকে কেটে জন্মদিন উদযাপন করা হয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে। এসময়, ইশরাক হোসেনের দীর্ঘায়ু কামনা করে দোয়াও করেন নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি- শাকিল ফায়সাল, সূত্রাপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক- মোঃ মোঃ হাসান খান প্রদীপ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি- আসাদ রুবেল, কোতয়ালী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুস সোবহান, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- আফসার উদ্দিন পাপ্পু, বৃহত্তর সুত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক- ইমতিয়াজ হাসান জনি, ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক- কামরুল হাসান পারভেজ, ওয়ারী থানা যুবদলের অন্যতম সদস্য- মোঃ আরিফ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক- আমিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক- আমজাদ হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক- আশিকুর রহমান ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক- সাজ্জাদ হোসেন লিয়ন, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক- সাদ্দাম হোসেন শীষ, ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক- সাদ্দাম হোসেন। ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য সাবেক সাধারন সম্পাদক- মেহেদী হাসান সিয়াম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক- মামুনুর রশিদ খান।
একসাথে বাদ মাগরিব ইশরাক হোসেনের জন্ম দিন উপলক্ষে রাজধানীর বাংলা বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক প্রার্থী- ইরফান আহমেদ ফাহিম, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা- এ কে দীপ্ত, তুষার আহমেদ, সুত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদ হোসেন রুবেল এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়, সুত্রাপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাজিব হোসেন তনু, সুত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিমু, ৪৪ নং ওয়াড ছাত্রদলের সভাপতি হিমেল, ৪২ নং ওয়াড ছাত্রদলের সাঃসম্পাদক ওসমান, ছাত্রনেতা সৈকত,অনিক, জয়, লিখন ও ছাত্রনেতা সবুজসহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।