1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

সাগরে নিম্নচাপ, চার বন্দরে সতর্কসংকেত

Rajib Ahmed
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। ‌এই পরিস্থিতি আগামীকাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে  বলেন, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’

সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মো. শাহিনুল ইসলাম  বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব