1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী - Dainik Deshbani
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন হামজা। খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও। বর্তমানে ধারে তাঁর ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।

বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি যখন যেদিকে যাচ্ছেন হামজা চৌধুরী, টের পাচ্ছেন তাঁকে ঘিরে উন্মাদনা। হাজারো মানুষ ভিড় করছেন তাঁর বাড়ির সামনে। তাঁকে বরণ করে নিতে ছিল ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা। বাংলাদেশে পা রেখেই ক্রীড়াঙ্গন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা।

হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? গত কয়েক দিন ধরে এই আলোচনাও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর তুলনাটা হচ্ছে মূলত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। দুজনের মধ্যে কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে তখন প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।

আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা। এরপর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’

অনেকেই ভাবতে পারেন, হামজার এই উত্তর হয়তো শুধুই বিনয়। কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাঁর খেলাও দেখেছেন। সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা, তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই।

 

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব