1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের - Dainik Deshbani
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

Maharaj Hossain
  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) আরও একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য।

এদিন সকালে সংবাদ সম্মেলন করে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই। জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি পাঁচ-ছয় মাস আগে ভারতে আসেন।

রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তেজাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়।

এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়। বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব