1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সহজ, সাবলীল এবং অপূর্ব এই তিন সংমিশ্রণের অভিনেত্রী সাই পল্লবী - Dainik Deshbani
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া সাতক্ষীরায় শিশু সন্তানকে পুড়িয়ে হত্যার পর নিজের বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা কুয়েটের হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল: শিবির সভাপতি ‘ফেসবুক কমেন্টের জেরে শিবির কর্মীরা আমাকে মারধর করেছে’ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান চার জিম্মির মরদেহ ফেরত পেলো ইসরায়েল ‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে’ এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

সহজ, সাবলীল এবং অপূর্ব এই তিন সংমিশ্রণের অভিনেত্রী সাই পল্লবী

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সহজ, সাবলীল এবং অপূর্ব এই তিন সংমিশ্রণের অভিনেত্রী সাই পল্লবী। শুধু রূপের জাদুতে নয়, অসাধারণ গল্প নির্বাচন ও অভিনয়েও দক্ষ দক্ষিণী এই সুন্দরী। গত বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় আলোচনায় ছিলেন সাই পল্লবী। তার ভক্তরা নিশ্চিতই ছিলেন ‘গার্গী’ সিনেমার জন্য গুরুত্বপূর্ণ এই পুরস্কারটি পাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সাই পল্লবী তা পাননি। তবে সম্প্রতি ‘থাণ্ডেল’খ্যাত তারকা একটি বড় তথ্য প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কেন তিনি এই সম্মান জিততে চান।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অভিনয়ে আসার আগে সাইকে তার দাদি একটি শাড়ি উপহার দেন এবং তিনি চান তার নাতনি এটি বিয়েতে পরবে। তবে সাই মনে করেন, এই শাড়িটি এর থেকেও স্পেশাল একদিন গায়ে জড়াবেন তিনি। বিয়ের দিনের থেকেও তার কাছে সেই স্পেশাল দিন কোনটি, তা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী সাই পল্লবী।

এ বিষয়ে সাই বলেন, ‘জাতীয় পুরস্কার আমাদের দেশের জন্য যেমন অন্যতম সেরা সম্মান, ঠিক তেমনই এই শাড়িটি একই রকম সম্মানের। আমি ভাবতাম, যদি কখনো জাতীয় পুরস্কার পাই, তাহলে সেই সুযোগে ওই শাড়িটি পরব। তাই আমি অপেক্ষায় ছিলাম ২০২৪ সালে ‘গার্গী’ সিনেমার জন্য আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কারটি পাব। তবে সেবার যখন হয়নি। তাই সামনে কখনো এটি অর্জন করতে পারলে দাদির দেওয়া শাড়ি পরে পুরস্কারটি গ্রহণ করব।’ সাক্ষাৎকারের একপর্যায়ে পল্লবীকে জিজ্ঞাসা করা হয় তিনি কি পুরস্কারকে বেশি গুরুত্ব দেন, নাকি ভক্তদের ভালোবাসাকে?

জবাবে সাই পল্লবী জানান, তার কাছে সবসময় ভক্তদের ভালোবাসাই সবার ওপরে, কারণ সেটিই একজন অভিনয়শিল্পীর প্রকৃত সাফল্যের মাপকাঠি।

২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন সাই পল্লবী। এরপর কালি, ফিদা, মারি ২, আথিরান, শ্যাম সিংহ রায়, গার্গিসহ বহু সিনেমায় অভিনয় করে সাই পা ফেলেছেন তামিল, তেলেগু, মালায়ালামসহ অনেক ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল। তবে এবার নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত সিনেমা ‘রামারণ’ এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী।

যেখানে ইয়াশ, রাকুল প্রীত সিং, সানী দেউলসহ আরও অনেক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই সুন্দরী।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব