দীর্ঘ দিনের সম্পর্ক। দু’জন মানুষ যখন দীর্ঘদিন একসঙ্গে থাকে তাহলে তাদের সুখে থাকারই কথা। কিন্তু তারপরও সুখ নেই দু’জনের মধ্যে। এমনটা হয়ে থাকলে কয়েকটি ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি। এতে করে সম্পর্কের মাঝে সুখের কোনো ঘাটতি বা বাধা সৃষ্টি হবে না।
প্রথমেই খেয়াল রাখতে হবে যে- দু’জনের মধ্যে কথা যেন বন্ধ না হয়। দু’জনের মধ্যে কথা বলা খুব বেশি জরুরি। সম্পর্কের মধ্যে যদি মনের ভাব প্রকাশ না পায় তাহলে সেই সম্পর্ক কখনোই টিকে না।
সম্মান : সম্পর্কের মাঝে সম্মান থাকা খুব বেশি জরুরি। একে অপরের প্রতি পরস্পর যদি সম্মান না থাকে তাহলে ক্ষণে ক্ষণে একজন অপরজনের কাছে অসম্মানিত হবেন। এমনকি দু’জনের পরিবারও অসম্মানিত হতে পারেন।
বিশ্বাস : সম্পর্কে সম্মান থাকার মতোই গুরুত্বপূর্ণ ‘বিশ্বাস’ রাখা। বিশ্বাস না থাকলে সম্পর্ক মজবুত হয় না। বিশ্বাস না থাকলে সৎ মানুষটিকে নিয়ে বারবার সন্দেহ জাগবে মনে। এতে দোষারোপ থেকে তর্ক-বিতর্ক ও অসম্মানের মতো ঘটনা ঘটতে থাকবে। তাই সম্পর্কের মাঝে বিশ্বাস থাকা আবশ্যিক।