শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬। উইকেটে অধিনায়ক নুরুল হাসান। ২৬ রান ডিফেন্ড করতে বরিশাল বল তুলে দিল কাইল মায়ার্সের হাতে। পার্ট টাইম বোলার হলেও ১ ওভারে ২৬ রান নেওয়া যেকোনো ব্যাটসম্যানের জন্য বেশ কঠিন। নুরুল সেই কঠিন কাজটাই করলেন।
প্রতিটি বলেবাউন্ডারি মারলেন শেষ ওভারের । করলেন ৩০ রান। তাঁর ৭ বলে ৩২ রানের ইনিংসে বরিশালকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থাকল রংপুর।