1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

শুরুর ঝড়ের পর তিন উইকেট হারাল নিউজিল্যান্ড

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

টস হেরে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল এবং ফিন অ্যালেন শুরুতেই ঝড় তোলেন। সেই ঝড় থামান তাসকিন আহমেদ। পরে সাইফউদ্দিন ও শরিফুল নিয়েছেন উইকেট। নিউজিল্যান্ড ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৭ রানে ব্যাট করছে।

ক্রিজে আছেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস। এর আগে ক্যাচ পড়ে জীবন পাওয়া ফিন অ্যালন ১০ বলে ১৭ রান করে আউট হয়েছেন। গাপটিলকে ২১ রানে তাসকিনের হাতে দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেছেন সাইফউদ্দিন। এরপর ১৫ রান করে ফিরেছেন ডেভন কনওয়ে।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে এসে টস জিতিছে বাংলাদেশ। দ্বিতীয় এই টি-২০ ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণেও এসেছে একটি পরিবর্তন। পেসার লকি ফার্গুসনের পরিবর্তে দলে ঢুকেছেন অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মাহেদি, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল উইং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারলি মিশেল, টিম সাউদি, ইশ শোধি, হ্যামিশ ব্যানেট, অ্যাডাম মিলনে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব