‘পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন-মন সকলি দাও’। কবির একাই যেন সত্যে পরিণত হলো। শেরপুরে একসাথে ফুটবল খেলার পর নদীতে গোসল করার সময় ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে আরেক কিশোর নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মীরগঞ্জ মহল্লার পাশ দিয়ে বয়ে চলা মৃগী নদীর থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর রাকিব মিয়া (১৫) শহরের বারেকপাড়া এলাকার শওকত আলীর ছেলে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মীয় স্বজনের সনাক্ত মতে মৃতের লাশ হাসপাতালে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করা হয়েছে।
তিনি জানান, স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা শেষে শহরের বারাকপাড়া এলাকার কয়েকজন শিশু-কিশোর মীরগঞ্জ মহল্লার থানাঘাট এলাকায় মৃগী নদীতে গোসল করতে যায়। নদীর পাড়ে গোসল করার সময় মারুফ হোসেন (৮) নামে এক শিশু হঠাৎ গভীর পানিতে চলে যায়। সেসময় তাকে উদ্ধার করতে গিয়ে কিশোর রাকিব মিয়া নিজেই গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন প্রায় একঘণ্টা খোঁজাখুজির পর নদী থেকে রাকিককে জ্ঞানহীন অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।