শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের হার এখন শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান যে আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে সে সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে। ’
মন্ত্রী আরো বলেন, ‘আমি আশা করি, আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব এবং তার মাধ্যমে আমাদের করোনা সংক্রমণের হার কমে আসবে এবং আমরা খুব শিগগিরই আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদানের জায়গায় নিয়ে যেতে পারব।
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।