সুনামগঞ্জের শাল্লার হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ২৯ জন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বাধীন মিয়াসহ আসামিদের হাজির করে রিমান্ড শুনানি করলে আদালত স্বাধীন মিয়ার পাঁচ দিন এবং অন্য আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার বিকালে পুলিশ সুনামগঞ্জ বিচারালয়ের শাল্লা জোনের বিচারক আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে হাজির করে তাদের
এ নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হলো।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা ১৭ মার্চ বুধবার নোয়াগাঁও গ্রামের ৮৮ টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করেছে। এ সময় গ্রামের ৫টি মন্দির ভাঙচুর করা হয়। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুধবার সকাল ৯টায় এই তাণ্ডব চালানো হয়। এর আগে ১৫ মার্চ সোমবার সুনামগঞ্জের দিরাই স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সামনে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য দেন।