আবদুল কাদের (দুলাল) জেলা প্রতিনিধি ( ভোলা): ভোলা জেলার লালমোহনে ইরি স্কিম করাকে কেন্দ্র করে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৬ জানুয়ারি বুধবার সকাল অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাকির প্রতি বছরের মতো নিজের জমিতে ইরি স্কিমের ড্রেন করতে গেলে একই এলাকার পরাণ বাড়ির মহসিন, ঝান্টু, লোকমান, বেলাল, হাকু, শাহাবুদ্দিন, মজিবল হক সহ আরো লোকজন লাঠিসোটা, দা, লোহার রড নিয়ে এসে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নুরুল আমিন, মোস্তফা, সাহিদা, শহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় হামলাকারীরা মহিলাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে ভর্তি করায়।
হাসপাতালে ভর্তি থাকা জাকির জানান, নজির আহমদের পুত্র মহসিন জোরপূর্বক আমাদের জমিতে স্কিম করার জন্য পায়তারা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা আমাকে আমাদের জমিতে স্কিম করতে বলে। আমরা ড্রেনের কাজ করার সময় মহসিন লোকজন নিয়ে এসে আমাদের মারপিট করে। এলাকা সূর্ত্রে আরো জানা যায় নজির আহমদ ও তার পুত্র মহসিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের জমি দখল সহ নানা প্রকার অনিয়ম করে বেড়াচ্ছে। এ ব্যাপারে অভিযুক্তকে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। আহতরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ন্যায় বিচার পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানান।