রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে দুদিনের সফরে কক্সবাজার গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলে পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক মো.আলীমুজ্জামানসহ অন্যান্যরাও রয়েছেন।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র সচিব কক্সবাজার পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার চুক্তি সম্পাদনের আগে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এবং সম্প্রতি সংগঠিত রোহিঙ্গা নেতা মুহিবউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কেকে জানতে কক্সবাজার এসেছেন তারা।
তিনি বলেন, রোহিঙ্গাক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছে সরকার।