শেরপুরের নাকলার একটি রাস্তা থেকে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার দেহ উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিনের (৭০)। তিনি নাকলার দধিয়ার চর পূর্ব পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে তিনি স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি আসার পথে দধিয়ার চর পূর্ব পাড়া রাস্তার পাশে পড়েছিলেন আসলাম উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা মাহবুব মৃত ঘোষণা করেন। তার নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তারা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুরের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পার্শবর্তী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর রহমান জানান, আলমাছ উদ্দিন নকলা উপজেলার গৌড়দ্বার বি এল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। ভাতিজার সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ ছিল। তবে তার মৃত্যুর ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পর বিস্তারিত জানা যাবে।