একুশের রাতে মাগুরা সদর উপজেলায় একটি কলেজে শহীদ মিনারে ভাঙচুর চালানো হয়েছে।
সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বুজরুক শ্রীকুণ্ডি কলেজের এই শহীদ মিনারটি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
“ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, ২০০২ সালে কলেজের সামনে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
“গতকাল বিকালেও আমি অক্ষত দেখেছি। আজ (রোববার) সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখি শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। মাটিতে পড়ে আছে।
“আমি খবর দিলে পুলিশ এসে অস্থায়ীভাবে পুননির্মাণ করেছে। আমরা সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।”