রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় আসিফ আব্দুল্লাহ হেলাল (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে।
খিলক্ষেত থানার এসআই মো. শামিমুল ইসলাম বলেন, নিহত আসিফ খিলক্ষেত ৩০০ ফিটে অবস্থিত ৭১ সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠানের ইনচার্জ ছিলেন।
তিনি সেখানেই থাকতেন। ভোর সাড়ে ৫টার দিকে ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে সিকিউরিটি কোম্পানির একজনের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ছোট বোন নাসরিন আক্তার মৌসুমি বলেন, তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে দেশে এসে ওই সিকিউরিটি কোম্পানিতে চাকরি নেন। রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার মাইক খোলা গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম। খিলক্ষেত এলাকায় একটি ভাড়ায় থাকতেন। এক ছেলে সন্তানের জনক তিনি। তিন ভাই ছয় বোনের মধ্যে তিনি ষষ্ঠ।